প্রবালকুমার বসু

আজ সারাদিন



আজ সারাদিন আমি ভেবে ভেবে তোমাকে কাটাব
অনেক দূরের থেকে ভেসে আসবে তোমার আওয়াজ 
আজ সারাদিন আমি পরিকল্পনা করে কাটাব পাহাড়ে যাবার
আজ সারাদিন আমি তোমাকে জড়িয়ে শুয়ে পড়ে থাকব অচেনা সমুদ্র সৈকতে
আজ সারাদিন আমি কাটাব তোমার সঙ্গে জলপ্রপাতে 
আজ সারাদিন শুধু তোমার ঠোঁটের উপর ফেলে রাখব আমার দু-ঠোঁট
ভাঙা কার্নিশে যেমন অনবধানে পড়ে থাকে দুপুরের রোদ
আজ সারাদিন আমি ভেঙে ভেঙে তোমাকে বোঝাব
প্রতিটি সম্পর্ক থেকে বারবার কেন আমি হয়েছি নিখোঁজ 
আজ সারাদিন এক বৃষ্টি ভেজা হাওয়ার মতো 
তোমার চিবুক ছুঁয়ে বয়ে যাব পাশের বাড়িতে 
যেখানে নূপুর সেন স্নানের আগে ফুলের মতোন ওঠে ফুটে 
আজ সারাদিন আর কিছুই করব না শুধু তোমাতে আমাতে 
মুখোমুখি চেয়ে থাকব, একটু দূরত্ব রেখে, আর ভাবব
এমন সুযোগ বলো জীবনে আর ক'দিনই বা আসে


Comments

পাঠকের পছন্দ