ইন্দিরা রায়
প্রস্তুতি
১.
অপেক্ষারা আজ দীর্ঘায়ু লাভ করুক-
যেন আশার একটি আলো জ্বালিয়ে রাখতে পারি অন্ধকারের শেষ বিন্দু অবধি,
নতুন সকালের সূর্যের আলো যখন মিশবে সেই আলোতে, ডগমগ করে জ্বলে উঠবে পৃথিবীর প্রতিটি মুখ, সবুজ হবে প্রতিটি গাছ, পাখির কলরবে মুখরিত হবে প্রতিটি পাড়া;
সেদিন আমরা কেউ হিন্দু হবো না, হবো না আমরা কেউ মুসলমান, অথবা হবো না শিখ, বৌদ্ধ খ্রিষ্টান কিম্বা জৈন,
সেদিন শুধু একটি ধর্মের বাণী উচ্চারিত হবে-
মানবতা।
সেই সকালের এক একটি মূহুর্ত সাক্ষী থাকবে আমাদের আলিঙ্গনের,
আমরা স্পর্শ করবো একে অপরকে, ছুঁয়ে দেখবো আমাদের মনুষ্যত্বকে,
উর্বর হবে প্রতিটি প্রেম নতুন প্রেমের সৃষ্টির উল্লাসে...
তাই তোমার অপেক্ষাকে আরও অপেক্ষা প্রদান করে দীর্ঘজীবী কর,
সেই অপেক্ষায় অপেক্ষায় চলুক নতুন সকালের বরণের আয়োজন-
কবি তুমি শব্দের মিছিল সাজাও তোমার ডায়েরির পাতায় পাতায়,
শব্দের মশাল ধরিয়ে প্রহরী হও এই অমানিশায়;
শিল্পী তুমি রচনা কর নতুন প্রেমের গান,
অন্তঃসত্ত্বা হোক তোমার সুরের টানে মর্চে ধরা মাটি,
গানের কলরবে মুখরিত হোক আঁধারের এই পথ,
চিত্রকর তোমার রঙের প্যালেট কোথায়?
শীঘ্রই ক্যানভাসে রং ছড়াও-
আঁক নতুন সূর্যের ছবি, এক মানুষের পৃথিবীর ছবি,
আয়োজনে আয়োজনে সমৃদ্ধ হোক অপেক্ষার এক একটি প্রহর,
অপেক্ষারা আজ দীর্ঘায়ু লাভ করুক,
মানুষের জন্য...
এই পৃথিবীর জন্য ...
২.
বড্ড অসহায় আজ...
বন্দিত্বকে স্বীকার করে জীবনকে জিইয়ে রাখছি শুধু একাকীত্বের দাসে,
এতোদিন বুঝি নি আসলেই বিচ্ছিন্নতা এক চরম অভিশাপ-
আজ পৃথিবীর অসুখ...
সময়ের অসুখ,
অসুখ আমাদের মানবজাতির-
ক্রমে সরে সরে যাচ্ছি একে অপরের থেকে,
অস্তিত্ব রক্ষার লড়াইতে মেতে উঠেছি আমরা।
এক অশনির ছোঁয়ায় অচ্ছুত আজ প্রিয়জনের থেকে,
কবে জানি গেয়েছিলাম, " মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিয়ো ..."
সেই ছোঁয়া আজ পৃথিবীর অভিশাপ-
সেই ছোঁয়া আজ তোমার আমার অস্তিত্ব সংকটের সূচনা,
দূরত্ব আজ বড়ই কাছের,
নির্বাক হয়ে শুধু তাকিয়ে আছি অন্ধকার কুণ্ডলীর দিকে...
প্রতিদিনের সূর্যোদয়ও মুছে দিতে ব্যর্থ এই অমানিশা,
গভীর অন্ধকারে ক্রমশঃ হারিয়ে যাচ্ছে সেই কানাকানি, সেই কাছাকাছিগুলি-
আমি তোমার থেকে ...
তুমি আমার থেকে---
তবে স্বপ্ন দেখছি এই আঁধারের মিছিলেও-
একদিন আবার মেখে নেব তোমার স্পর্শটুকু,
শক্ত করে ধরব দুখানি হাত,
আমাদের জড়াজড়িতে পৃথিবী হাসবে,
পথে পথে শ্লোগান হবে শুধু ভালোবাসার...
প্রতিটি প্রহরের কাছে আমার নিদ্রা আজ এই স্বপ্নে জাগ্রত,
আঁধার সরে গেলেই আবার গাইবো, " মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিয়ো ..."
বলতে পারো প্রিয়-
এখন কত রাত?
আমি যে জেগে আছি সেই সকালের অপেক্ষায়...
Comments
Post a Comment