অভিমন্যু মাহাত

ধর্মহীন



টুসু-চৌডল বিসর্জন, মনখারাপ ডেকে আনে
হাঁটি, হাঁটি ভোর ভাগাভাগি করে। কিন্তু কতদূর? 
অশ্রুগ্রন্থিতে আজ কেউ সমর্পিত নয় আড়ালে

প্রাসঙ্গিক মকর সংক্রান্তি প্রতিবার ধুয়ে যায়
নষ্টতা দেয়,--- ধর্মহীন বলে দৃশ্যান্তর হয় না... 
ক্ষতে তবু বাৎসরিক রক্তের দাগ লেগে থাকে
বিষন্ন অন্ধকারে হারিয়েছি মানভূমি অক্ষর

তোমার কাছে যাওয়ার, এখন দুঃসাহস নেই
গুপ্ত ঘাতকের মত আড়চোখ নজর দেয় আকাশে

Comments

পাঠকের পছন্দ