শুভঙ্কর চট্টোপাধ্যায়
লকডাউনের ডায়েরি
৩
নিজে এত জ্বলে যেতে যেতে
মোমবাতি কীভাবে জ্বালাবো?
নিজের ছাইয়ের থেকে জেগে
নতুন জীবন ফিরে পাবো।
পৃথিবীতে মড়ক লেগেছে
আমরা তো স্কোরবোর্ড পড়ি,
নিষেধকে কদলী দেখিয়ে
ভাবি,পথে নামাই জরুরি।
বাতাসে আমারই বিষ মিশে,
সন্তানের শ্বাস রুদ্ধ করে-
অন্তরে আঁধার পুষে রেখে
দাঁড়াই প্রদীপ হাতে ধরে।
সে আলো মনের ঘরে জ্বলে,
জীবন যেখানে শেষ কথা-
মোমবাতি না'ও যদি জ্বালি
বেঁচে থাক এই সভ্যতা।
লকডাউনের ডায়েরি
শুভঙ্কর চট্টোপাধ্যায়
৪
জানি না কেমন আছে
আমবাগানের ঝরাপাতা,
এ ওর গায়ের কাছে,
সে তার বুকের কাছে শুয়ে-
ওদের গণনা কোনও
আদমশুমারী করবে না,
সংক্রমনের ভয়
রাখবে না ওদের আলাদা।
আমিও ওদেরই মতো,
নিজেকে ধুলোর মত ভাবি,
পায়ের তলায় পড়ে
থাকাটাই যার বিধিলিপি,
কখনও প্রবল ঝড়ে
পাই যদি বেদুইন ডানা-
উড়ে গিয়ে চোখে বসি,
লণ্ডভণ্ড করি সবকিছু।
ঝরাপাতাদের মতো,
ঝরে পড়া মুকুলের মতো
নামগোত্রহীন আমি
নিভে যেতে চাই কোনও ভোরে-
যখন রক্তিম আলো
আমাকেও সঙ্গে নিয়ে যাবে
দিগন্তের খুব কাছে,
যেখানে তুমিও থাকবে না।
Comments
Post a Comment