অর্ণব চট্টোপাধ্যায়

সারাদিন চুপ করে থাকা



দিনের বিস্ময় নিয়ে উড়ে আসে অশ্বত্থ পাতা-
বিবর্ণ...কোনোটা ছেঁড়া ছেঁড়া।

তারপর অতিধীরে দিন ঢলে...

দুরের বনের দিকে কিছু আগে 
একঝাঁক নিমগ্ন পাখি উড়ে গেল

স্তব্ধতা !

কোমল ছায়ার মত অখন্ড সময়...
                                               বেশ লাগে

সারাদিন চুপ করে থাকা...

আকাশের রঙ, গলে গলে নামে, আবার মিলিয়ে যায় কোথায়!...                                                        কতদিন দেখিনা এসব !

কিভাবে দিনের পিঠে পিঠে চলে গেছে 
কত সব জাফরান-রঙ...আয়ূ...শস্যবীজ...
কত ঝমঝম করা নদী,সর্বজয়ী ফুলেদের ঘর...

শিশিরের স্তবের ভেতর লুকোনো
আশ্চর্য এক ধ্যান 
         রোদ্দুর হয়ে ছড়িয়ে যায় রোজ...দেখি

প্রশ্ন নেই,দ্বিধা নেই

প্রতিদিন,একটা রঙ কেমন আরেকটা রঙ হয়ে যায়... একটা দৃশ্য থেকে তৈরী হয়ে নেয় আরেকটা 

এই এলোপাথাড়ি বৈশাখীদিন...
নেশা নেশা মহুল ফুলের মত দুপুর...
আনচান করা ঘুঘুডাক...

কোথায় যে লুকিয়ে ছিলো এতকাল!

Comments

পাঠকের পছন্দ