মন্দিরা ঘোষ

লকডাউন আর পাখি



কাদের অপেক্ষায় যেন গড়িয়ে যাচ্ছে দুপুর
ফাঁকা শুনশান বুকে নিয়ে দাঁড়িয়ে বড় রাস্তা
জানলায় জানলায় মনকেমনের অটোগ্রাফ
আলো ফুরিয়ে যাওয়ার অঙ্ক কষছে একটি  পাগল

সার সারি বাড়ির দরজায় ভয়ের ফেস্টুন
ঝুলিয়ে ফিরে যাচ্ছে চালাক শব্দরা

 আমাদের অস্তিত্ব  ফুঁড়ে বেরিয়ে আসছে অসহায় উৎকোচ 
নখে জীবানুর বাসা
প্রেমিকার চোখে নিভে আসছে
দূরের জানালার মিটমিটে আলো

আশঙ্কা ঘিরে আছে আয়ুগাছে 
পাতারা নিশ্চুপ লিখছে কোথাও

পাখিরা ডানায় জড়িয়ে নিয়েছে
 মেটে বৈশাখী রোদ 
ক্রমশ স্বচ্ছ হতে থাকা আকাশে
ওরা আরো নরম আর রুপসী হয়ে উঠছে

Comments

পাঠকের পছন্দ