পায়েল সেনগুপ্ত
ল্যান্ডস্কেপ
আমাদের ছোট্ট ছাদে
আধখানা চাঁদ নরম আলো নিয়ে নেমে আসে
তার হালকা ছায়ায়
নিজের অবয়ব বড় সুন্দর মনে হয়
ভেজা আলোর আকাশে
দূরে সারি সারি বহুতলের আলোকসজ্জায়
দৃষ্টি হারিয়ে গেলে
আমার রাতের ধানখেতের কথা মনে পড়ে
এই হরিণজ্যোৎস্না মেখে
কেমন জোনাকিময় হয়ে মাথা দোলাচ্ছে তারা
ট্রেনের আনাগোনা নেই
রেলগেট পেরোচ্ছে একটা দুটো উদাসীন সাইকেল
ঝিঁঝির ডাক, শঙ্খ প্রদীপ, আজান
প্রার্থনা যাই হোক, উপাসনারত হৃদয় তো মঙ্গলময়
এখানে কি বোর্ড বাজে
আধামফসসলে তখন হারমোনিয়ামোর রংচটা রিডে
স্পষ্ট দেখতে পাই
গৃহস্থের কল্যাণী কন্যাটি একইসঙ্গে বাজায় একই গান
জাগরণে যায় বিভাবরী।
Comments
Post a Comment