তিতাস বন্দ্যোপাধ্যায়
এই হোক
বারান্দায় ফুলের উপর বসে ছককাটা প্রজাপতি,
ডানায় তার উড়ে যাওয়ার আকাঙ্খা...
কিন্তু পারছে কই?
অজস্র আলোর ভেতর একটা হাত ক্রমাগত টেনে ধরছে পা!
শব্দের চারপাশে নিবিড় হচ্ছে রঙের খেলা...
গুমোট পৃথিবীর শ্বাস এই বুঝি বন্ধ হয়ে এলো!
উঠে বসি...
প্রজাপতি নেই!
শব্দ নেই!
রঙ নেই!
নির্বাসনে দগদগ করছে স্বপ্নালু অন্ধকার।
Comments
Post a Comment