সুমিত মণ্ডল

স্থির হও 



আরেকটু পথ হাঁটতে হবে আমাদের 
এই সবুজের মাঝে ফিরতে হবেই । 
পৃথিবীর আলো আমাদের ঘুম কেড়ে নেবে না
তুমিও জানো, আমিও
আর কয়েকটা দিন স্থির হয়ে বসে থাকো
একদিন পৃথিবীর সব অসুখ সেরে যাবে
নতুন সকাল আসবে একটা চারা গাছের মত। 

এই দ্যাখো মানুষেরা নিজেকে নিয়ে ভাবছে
নিজেকে চিনতে শিখছে,
পাহাড় - ঝর্নার সুর আর পাখিদের গান 
আমাদের শান্ত করে । 

দেখো একদিন সবকিছু নিজের ভেবে
প্রিয়জনদের প্রেমের আলাপনে 
ভুলে যাবে রাগ অভিমান, অপরাধ বোধ।

বিশ্বাস নতুন বসন্তে সবাই হেঁটে যাবে 
পাশাপাশি 
পৃথিবীর সময়ের সাথে সাথে ।

Comments

পাঠকের পছন্দ