কিশোর ঘোষ
কচু অথবা রাষ্ট্রপতি
মাসে পাঁচ লাখ পান রাষ্ট্রপতি
মাঝে অনেক রুক্ষ পাহাড়, ড্রেন হয়ে যাওয়া নদী পেরিয়ে...
ছেঁড়া ফ্রকের মতো, ফুটো গেঞ্জির মতো যে গ্রাম, সেখানে
দিন তিনেক কুঁজো হয়ে থাকার পর
কচু শাক খেয়ে
বেঁচে ওঠে দেশ
তবে, এবার ঘোষিত, ত্রিশ শতাংশ কম নেবেন তিনি
শুনেই মন কেঁদে উঠল শত কুমিরের
ডাঙার বাঘও যেন কমল গরিবের!
তবে এও ঠিক, রাষ্ট্রপতি ভবনের জন্যে যে তিন কোটি খরচ প্রতিমাসে
তা বন্ধ হওয়া লজ্জা জাতির
কচুশাকটুকুও খেতে না পেয়ে যে মারা গেছে, মারা যায় ও যাবে
বোধ করি সেও জানে
এই সত্যি
Comments
Post a Comment