সুতপা সেনগুপ্ত

স্ট্রাম্‌ 




মাস্কারা ভুরু বাঁকা পলিটিক্স । মাস্তুল রোদে আছড়ায়
ঢেউ থেকে ক্লিক মিডিয়া মাতাল সেল্‌ফির
জড়োয়া শোকের মোতিদানা খেয়ে ভিড়ে খুঁজে নেয় আশ্রয় 
ইতিহাস ফুঁকে উর্বশী হালফিল !

ঠোঁট বুক শ্বাস রুলেৎ-এ ঘুরছে  ১২০ টা অপ্‌শন 
মজা ক্যাসিনোর ঘরে হইহই করে,
চোখের মুখের কলজে হৃদির ঘন চাপা বোকা প্রশ্নও
মত্ত দেয়ালে সুখটানে পাইকারি 

কোয়ারান্টিন স্বপ্নের কড়ে আঙুল ধরেছ, বন্ধু
খিদেরেখা ভেঙে হাঁট ব্যথাধরা ঘাসে 
ব্লেডের আকাশ কাটে ডানা, শ্রমে পরিযায়ী মাটি অন্ধের
মণিহারা চোখ, দিগন্ত সার্কাসে

ঝুলন্ত কাক যেন স্থির গ্রহ, মৃ্‌ত, শক লেগে তারে—
চ্যম্পিয়নের ট্রফি নাচাচ্ছে করোনা । 
ক্ষতবিক্ষত আঙুল, তখনই, বিশ্বাস করো, গিটারের 
ডেয়ার দিচ্ছে স্ট্রাম্‌  জিন্দেগি শরণং

Comments

পাঠকের পছন্দ