রঞ্জন মৈত্র
লকডাউন
জানছি তো কিচ্ছুর কমতি নেই
খবরের কাগজ আর তেলাপিয়া
ইকোস্প্রিন এবং পটল
আলনা উপচে পড়া ট্রেন বাস
স্টেশন এখন হতাশ কুকুরের
রাস্তা এখন ক্রুদ্ধ কুকুরের
তো হল ঠিকঠাক দৃশ্য রচনা
প্ররোচনার দিকে বানান ভেঙে ফেলা
পথ চলিতে যদি তূলিতে
রঙের খোঁজে আমি ডিসি নর্থের সামনে পড়েছি
পথে কেন
নজিরবিহীন হেন পথই কেন যে
পটল আর তেলাপিয়া দিব্যি মিশ খায়
খবরের কাগজ আর ইকোস্প্রিনের মিলান্তির খোঁজে
দরজা পেরোতেই দেখি
উঁচানো ডাণ্ডায় লেখা, ঘরে যান
লকে লকে ভাবনা করুন।
Comments
Post a Comment