তৃণা চক্রবর্তী
অন্যরকম দিনে
এরকম একটা দিনের কথাই আমি ভাবছিলাম
অন্যরকম দিনগুলো থেকে
অন্যরকম দিনগুলোয় অনেকে ভিসা করাবার কথা ভাবত
পাসপোর্ট রিনিউ করিয়ে বেরিয়ে পড়বার কথা ভাবত
এইসব ভাবতে ভাবতে ব্যালকনি থেকে বসবার ঘর
আর বসবার ঘর থেকে ছাদের দরজা অবধি চলে যেত
যাদের ব্যালকনি নেই তারা ভাবত চা-বাগানের কথা
অন্যরকম সেই দিনগুলো থেকে এরকম একটা দিনে আসতে গেলে
যতটা ব্যর্থতার মধ্যে দিয়ে যেতে হয়
তা মেনে নেওয়া সম্ভব ছিল না কারোর পক্ষেই
ফলে যারা ব্যালকনির কথা ভাবত
আর যারা ব্যলকনির কথা ভাবত না
তারা চিহ্নিত হল দুটো দলে
একদল জমায়েত হল চৌমাথায়
আর একদল দেখতে থাকল তামাশা
অন্যরকম সেই দিনগুলো থেকে বেরোনোর কথা ভুলে গেল সবাই
এইরকম একটা দিনে আসবার কথাও মাথায় থাকল না কারোরই
তারপর থেকে আমরা শুধু লাইভ টেলিকাস্ট দেখতে অভ্যস্ত হয়ে উঠলাম
Comments
Post a Comment