মনোজ পাইন

সাগ্নিক


তুমি তো সাগ্নিক।শেষ পর্যন্ত
 জয়ীর মুকুটটি চাও তো?তাহলে
এখন ব্যার্থতার খতিয়ান নয়,ধাক্কা
নয়। গান্ডীব তুলে নাও, লড়াই করো।

মানুষ তো সুখের উপর পা তুলে প্রতিষ্ঠা
চেয়েছিল। সেই সুখের নিচে কখন যে 
দুঃখের ভ্রুকুটি চাপা দিয়েছি আমরা,
খেয়ালই নেই!আক্রান্ত তো আমাদের
লোভে আর ভোগে ডুবে থাকা চেতনা।

ধাক্কা দেওয়াটা জরুরী ছিলো প্রকৃতির
নিয়মে।সেদিন দেখলাম প্রকাশ্য রাস্তায়
হেঁটে ফিরছে হাতির দল,ময়ুর মেলছে 
পেখম।মানুষ ঘরে আছে বলে দিব্বি
বনপথে মাথা তুলছে নরম ঘাস।

ওদের দেওয়ালে পিঠ ঠেকিয়ে, অস্তিত্বের 
সংকটে দাঁড় করিয়ে মানুষ  রচে ছিল 
মস্ত বাঁচার আয়োজন!  কী ভয়ানক 
সেই  বাঁচা এখন আমরা টের পাচ্ছি!

পুজার সমস্ত আয়োজন সামনে রেখে
মা কেবলই ভুলে যাচ্ছেন মন্ত্র গুলি।
আমিও চাল, ডাল আর নুন তেলের
 জীবনে কেবলই অন্যকে সন্দেহ করছি।  

অথচ ঘৃণা নয়,  লোভ নয়,আনন্দকে
ছড়িয়ে দিতে হবে।জয় আমাদের 
হবেই।মানুষ তো সাগ্নিক।জয় তার
বহুদিনের অভ্যাস।  


Comments

পাঠকের পছন্দ