নবনীতা ভট্টাচার্য্য
লকডাউন
মাস্ক আড়ালে মুখ ঢেকেছে
বাইরে বেরোনো কষ্ট।
বিষ ভাইরাস ঘুরছে সেথা
বন্দিদশাই স্পষ্ট।
বারে বারে খবর জুড়ে
মৃত্যুর হাতছানি।
দূরে দূরে থাকতে হবে
ইহা সাবধান বাণী।
মানতে হবেই লক ডাউন
থাকতে হবে ঘরে।
ধুতে হবে হাত পা
20 সেকেন্ড ধরে।
তবেই যেন করোনা বিষ
যাবে দূরে সরে।
থাকবো সবাই আগের মতোই
একইসাথে জুড়ে।
স্কুল খুলবে,খুলবে কলেজ
নামবে পথে লোক।
না মানলে লক ডাউন
কাটবে না এ শোক।
Comments
Post a Comment