মিমি সিদ্দিকী

কফিন 



স্পর্শবিহীন দিনগুলো চৌকাঠে
মরারোদ্দুর হেঁটে যায় ফুটপাত,
রোগা রোগা চোখ বিকেল তাকিয়ে দেখে
কফিন আকাশ, শুয়ে আছে মুঠোহাত।

পলাশ ফোটেনি আজ আর একটিও
হৃদয়ের ওম কুঁড়িতে মেশেনি তার,
হাতধরে যারা হেঁটে যেত বহুদূর
তারা আজ নেই, ছায়াদের সৎকার।

এটা ভোর নাকি মৃত প্রজাপতি বলো
শিশির জন্ম ছিল তার বহু আগে,
এদিন ফুরোবে, মুছে যাবে নিশ্চয়
রোঁয়া ওঠা ঘাড় কবিতা বলছে জেগে।

Comments

পাঠকের পছন্দ