সুদীপ্ত মাজি
প্রলয়গীতিকা
ঝড় যখন উঠব উঠব করে এসে দাঁড়ায় পাড়ার রাস্তার মোড়ে, মাদি কুকুরের পাশে স্তম্ভিত দাঁড়িয়ে থাকা পুরুষসঙ্গীর চোখে ঘন হয়ে ওঠা আশঙ্কায় চোখ রাখা দুষ্কর হয়ে ওঠে খুব...
এদিকে সাইরেন বাজছে ওদিকে সাইরেন বাজছে লাল সংকেতের রিবন উড়ছে গলির মুখে অলির মুখে কথা শুনে হাসতে ভুলে গিয়েছে বকুলেরা...
আমরা কুড়িয়ে নেওয়া দু'মুঠো চালের পাশে, দু'চারটে আলুর পাশে ক্রমঅপসৃয়মান হয়ে যেতে থাকি।
জনান্তিকে বলি আজ, আমাদের গানগুলি, গল্পগুলি, অপ্রকাশিত সব দস্তাবেজগুলি বাতাসের সিন্দুকে লুকিয়ে রেখেছি।
যদি সূর্য ওঠে, যদি আলস্য ভাঙার পরে এক কাপ কফি হাতে ভবিষ্যতে বারান্দায় দাঁড়াও কখনো, দৈনিকের আনমনা পৃষ্ঠা ওল্টানোর ছলে দেখে নিও রুদ্ধশ্বাস সিরিজের সাদা-কালো ফটোগ্রাফগুলি...
Comments
Post a Comment