সম্পিতা সাহা
বাজেয়াপ্ত বৃত্ত পেরিয়ে
ভিড় থেকে দূরে এসে দাঁড়াই।
খানিকক্ষণ আগে বাঁধানো পুকুরটার গায়ে
ছোটো ছোটো পাখিরা জটলা হয়ে ছিল।
মফঃস্বলের বিকেলগুলো শীতের সময়
বরাবরই জোলেখা নানীর পাকা চুলের মতো
বিস্তর উসকোখুসকো হয়ে থাকে।
তামাম উঁচু দিয়ে উড়ে যায় বাষ্পআঁধার...
লিখতে লিখতে কোনো চরিত্র
আচমকায় কিলবিল করে বসলে
গুরুতর আঘাতে মেরে দিই এখন।
হত্যা নিজেই একপ্রকার সাক্ষী।
ফোয়ারা হাসিগুলো গুম।
নিয়তশহর অসহ্য জ্যোৎস্নায় দাঁড়িয়ে,
পাহারা দিচ্ছে বজ্রগন্ধ।
প্রায়ান্ধকার গাছে নীচে উৎসারিত জীবন,
ফেলে রাখা থাকে।
দেখি।
দীর্ঘভাঙারাত... মায়া ছেড়ে ভিক্ষা দিচ্ছে অনন্ত...
Comments
Post a Comment