সৃজনী দত্ত

আমার কোয়ারেন্টাইন


 কতদিন কারো সঙ্গে দেখা হয় না  
পাড়ার চায়ের দোকানে আড্ডা হয় না, 
প্রিয়জন দের মুখ গুলো ও দেখা হয় না, 
অলিগলিতে প্রেম গুলোও থেমে গেছে যেন, 
রাস্তা গুলো ফাঁকা ; জনশূন্যহীন 
কোথাও তেমন মানুষের ভীড় নেই,  
বাজারে শুধু মাছের আঁশটে গন্ধে মানুষের ভীড় টা সাময়িক ভাবে বেড়ে যায়..
তারপর যেই কে সেই 
ব্যার্থতা, ক্লান্তি, অস্পষ্ট চিন্তা ঘিরে ফেলে আমাদের, 
পৃথিবী এখন গভীর অসুখের কবলে,
শুধু মৃত্যুর খবর আসছে হু হু করে, 
বোবা শহরের এপ্রান্ত থেকে ওপ্রান্ত কেঁদে উঠছে, 
তবুও আমরা ভাবছি ভবিষ্যতের কথা, 
ভাবছি ঠিকানাহীন মানুষ গুলোর কথা !
আর শেষমেষ কাগজ কলম নিয়ে আমার শব্দের আত্মার শান্তি কামনা করে চলেছি.... 

Comments

পাঠকের পছন্দ