রাজীব সিংহ

বসন্তের শেষদিনে


বসন্তের শেষদিনে দেরি করে ঘুমভাঙা সকালে আজ একটি বছর ফুরোচ্ছে
করোনা উপদ্রুত এই সময়ে লক ডাউন ঘরবন্দি আমরা---
একটার পর একটা দিন ঘরের ভেতর
ঘরের ভেতর চিন্তার ঝড় ওঠে
বাগানে ফুলগুলি গাছগুলি অবহেলায় 
তবু এই অন্তরীণ পর্ব জুড়ে
আমাদের যাবতীয় ইচ্ছেগুলি আরও একবার যখন 
বিপ্রতীপে হারিয়ে ফেলে শৈশব পুরনো সাদাকালো অ্যালবামের ভেতর
তখনও কী খুঁজে ফিরি আমরা আগামীর সমূহ প্রত্যাশা!
মহাপ্রস্থান থেকে ধর্ম একটি দুটি প্রশ্ণ করেছিলেন পাণ্ডবদের
আমরা এই মূষলপর্বে যেদিকে তাকাই সেদিকেই শুধু মৃত্যুমিছিল
ঘরের ভেতর বন্দি এ সময়
ঘরের ভেতর লুকনো এই সময়
ঘরের ভেতর হারিয়ে যাওয়া এই সময়
আরও একবার আরও আরও কাছে থেকে নিজেকে বুঝতে
নিজেকে চিনতে হয়তো সাহায্য করছে
তবু আমরা এখনও ভাবি আগামীর কথা
আগামীকালের কথা
আরেকটি নতুন বছরের কথা
আরেকটি নববর্ষের কথা
নববর্ষের সেই নতুন দিনে পয়লা বৈশাখ আসুক শঙ্খ বাজিয়ে
আবার নতুনদিনের মঙ্গলশাঁখ

Comments

পাঠকের পছন্দ