অর্ণব সাহা

স্বপ্নের কশেরুকা


প্রতিটা প্রেমের গায়ে রক্ত লেগে আছে ।
প্রতিটা অবৈধ প্রেমে রক্ত লেগে আছে ।
যাকে তুমি খাঁচা ভেঙে উড়ে যাওয়া বলো,
তা আসলে দীর্ঘশ্বাস, গুমখুন, অন্য কারও কান্না 
                                     দিয়ে ঢাকা !

নষ্ট ভ্রূণ, আঁকড়ে ধরতে চেয়েছিল শুধু তোমাকেই
তোমার দু’হাতে সেই অজাত শিশুর অশ্রু লেখা... 

ঘর ভাঙা খুব সহজ । দায়বোধহীন
ডিঙিনৌকো দিগন্তের অন্য পারে বাঁধা ।
এপারে বানভাসি গ্রামে যার চালাঘর ডুবে যায়,
সে কোথায় নীড় খুঁজবে ? কে এসে দাঁড়াবে 
                                  তার পাশে ?

তুমি তার ভাগ নাওনি । খেলেছ রক্তের
অনির্বচনীয় হোলি । তোমার ভালোবাসায় অন্য কারও 
                       মৃত্যু-উদ্‌যাপন !

Comments

পাঠকের পছন্দ